Crime News tv 24
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খুবির আইকিউএসির স্টুডেন্টস এডমিশন এন্ড সাপোর্ট সার্ভিস শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন: বিএসি অ্যাক্রেডিটেশন,স্ট্যান্ডার্ড ৬ স্টুডেন্টস এডমিশন এন্ড সাপোর্ট সার্ভিস’ শীর্ষক কর্মশালা ২৩ জুন (সোমবার) অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড.মোঃ রেজাউল করিম।

তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন অর্জনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্টান্ডার্ড-৬ এর স্টুডেন্টস এডমিশন এন্ড সাপোর্ট সার্ভিসেস বিষয়ে অভিজ্ঞতা তুলে ধরেন।
কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড.মোঃ মোস্তাফিজুর রহমান,খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ- প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন এবং প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।

তারা অ্যাক্রেডিটেশনের বিভিন্ন ধাপ, কাঠামো ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অংশ গ্রহণকারীদের ধারণা দেন।
কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘স্ট্যান্ডার্ড ৬: স্টুডেন্টস এডমিশন এন্ড সাপোর্ট সার্ভিসেস’ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নোত্তর ও দলীয় আলোচনায় অংশগ্রহণ করেন এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার বাস্তবায়ন কৌশল সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।