Crime News tv 24
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গ্রামকে করবো আলোকিত এই স্লোগানকে সামনে রেখে রূপগঞ্জে বৈদ্যুতিক লাইট স্থাপন, আলোকিত হলো গ্রাম।

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:-
জুন ২৩, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিরাব ২ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর নিরাপত্তা ও চলাচলের সুবিধার্থে ৬৪টি বৈদ্যুতিক লাইট স্থাপন করা হয়েছে। দেশ বাংলা সংগঠন ও বিরাব যুব সমাজ–এর যৌথ উদ্যোগে সম্পন্ন হওয়া এই জনসেবামূলক কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের সভাপতি এস এম আবু কাউসার।

এই প্রকল্পে অর্থায়ন করেছেন দেশে ও প্রবাসে অবস্থানরত স্থানীয় দানশীল ব্যক্তিরা। প্রবাসী সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং স্থানীয়দের ঐকান্তিক চেষ্টায় আলোকিত হয়ে উঠেছে পুরো এলাকা।

এস এম আবু কাউসার বলেন, আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি। দেশ-বিদেশে থাকা অনেক ভাইয়েরা এই উদ্যোগে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আমাদের লক্ষ্য বিরাব গ্রামকে একটি আলোকিত ও নিরাপদ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা।

উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দ সুলতান, লিয়াকত, রাকিব, রাসেল ও সুমন সহ অনেকে। তারা নিজেরা কাজের তদারকি ও লাইট স্থাপনে সরাসরি অংশ নেন।

এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মাদ্রাসা শিক্ষার্থীর এক অভিভাবক নাসরিন সুলতানা বলেন, আমার ছেলে নূরবক্স হাফিজিয়া মাদ্রাসায় কোরআন হেফজ করছে, তিন বেলা তাকে বাড়ী থেকেই খাবার দিতে হয়, দিনে তেমন কোন সমস্যা না হলেও রাতের আধারে আমাদের জন্য খুবই সমস্যা হতো। এখন বিদ্যুতের আলোতে আমরা দল বেধে মহিলরা এক সাথে অনেক বাচ্ছার খাবার দিয়ে আসি। যারা এই উদ্যোগ নিয়ে কাজটি করেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। তারা যেন সব সময় এভাবে মানুষের উপকারে এগিয়ে আসতে পারে। এক বাসিন্দা বলেন, এরকম উন্নয়নমূলক কাজ আরও হলে আমাদের এলাকাও শহরের মতো আলোকিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে অন্যান্য ওয়ার্ডেও এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।