উন্নত জাতি বিনির্মাণে সাংবাদকিরা অগ্রণী ভূমকিা পালন করে। দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অতি গুরুত্বর্পূণ একটি বিষয়। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। তাই দেশকে আরো এগিয়ে নিতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্তগুরুত্বর্পূণ।
সাংবাদিক জাতির দর্পন, দেশ ও জাতির কল্যানে তারা জীবন বাজি রেখে সংবাদ সংগ্রহ করে জাতির নিকট তুলে ধরে। খুলনার রূপসা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভায় রূপসা উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা সানজিদা রিক্তা একথা বলেন।
২৩ জুন ২০২৫ সোমবার এর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের আহবায়ক আ. রাজ্জাক শেখ, সদস্য সচিব মো. তৌহিদ উদ্দিন শেখ,সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন,
মো. মামুন শেখ, গোলাম হোসেন ডালিম, গোলাম রব্বানী, ফিরোজ শেখ, ফ. ম.আইয়ুব আলী ,শামীম চৌধুরী, মুছা শেখ। মতবিনিময় শেষে রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ নবাগত নির্বাহী কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জানান।