Crime News tv 24
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মধুপুরে এক মাদকসেবি ও বিক্রেতাকে দেড় বছরের জেল।

Link Copied!

টাঙ্গাইলের মধুপুরে মাদকসেবন ও বিক্রয়ের অপরাধে জুয়েল নামের এক যুবককে দেড় বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জুয়েল পৌরসভাধীন কলেজ পাড়া এলাকার মোস্তফার ছেলে।
জানা যায়, সোমবার (২৩ জুন)দুপুরে স্হানীয় লোকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মধুপুর উপজেলায় মাদক সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। মধুপুর থানা পুলিশের সহযোগিতায় কুখ্যাত মাদকসেবি ও বিক্রেতা মোঃ জুয়েলকে গ্রেফতার করে তাকে ০১ বছর ০৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, হাত বাড়ালেই দেশের আনাচে-কানাচে মিলছে নিত্যনতুন মাদক। মাদকের থাবায় নাস্তানাবুদ তরুণ প্রজন্ম। শহর থেকে গ্রাম-সর্বত্রই নেশা এখন হাতের নাগালে। তিনি আরও জানান, মধুপুরকে মাদকমুক্ত করতে এধরণের অভিযান চলমান থাকবে।