Crime News tv 24
ঢাকারবিবার , ৮ জুন ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

তিন মাস পর্যটকরা সুন্দরবন ঘুরতে যেতে পারবেন না।

Link Copied!

যারা সুন্দরবন ঘুরতে যেতে ভালোবাসেন সেই সমস্ত পর্যটকদের জন্য দুঃখের খবর। ৩ মাস যেতে পারবেন না সুন্দরবন। বন বিভাগের তরফে জানানো হয়েছে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সুন্দরবন টাইগার রিজার্ভে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। বন বিভাগ জানিয়েছে, এটা বন্যপ্রাণীদের মিলনের সময়। তাদের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নিয়ে পরপর তিন বছর এই ব্যান করা হল। বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনকে প্লাস্টিক মুক্ত করার অঙ্গিকার
জুন, জুলাই ও অগস্ট মাস হল বন্যপ্রাণীদের মিলনের সময়। এই সময়ে বাঘ, হরিণ সহ বন্যপ্রাণীরা যেমন মিলন করে, তেমনই কুমির, সাপ থেকে শুরু করে কচ্ছপ ডিম পাড়ে উপকূলবর্তী এলাকা গুলিতে। পর্যটকদের জন্য সুন্দরবন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে এই সময়ে পশু-পাখিদের কেউ বিরক্ত না করে।

এতে বন্যপ্রাণীর প্রজনন বাড়বে বলেই আশা করা হচ্ছে। রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন, ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানের অধীনেই এই পরিকল্পনা অন্তর্গত। পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত জঙ্গলেরই কোর এরিয়াতে এই নিয়ম কার্যকর করা হয়। আমরা সবসময় এই নিয়ম মানার চেষ্টা করি একটি শান্ত পরিবেশ তৈরি ও পশু-পাখিদের প্রজনন বাড়ানোর জন্য।