Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৩ জুন ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মধুপুর থেকে চুরি যাওয়া ট্রাক ভারতীয় সিমান্ত থেকে উদ্ধার।

Link Copied!

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন জলছত্র ট্রাক অফিসের সামনে থেকে চুরি যাওয়া ট্রাক উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।

৩ জুন মঙ্গলবার দিবাগত রাতে সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল মোঃ আরিফুল ইসলাম ও অফিসার ইনচার্জ এমরানুল কবীর রুবেল এর দিকনির্দেশনায় ইন্সপেক্টর তদন্ত রাসেল আহমেদ পিপিএম ও এসআই সেলিম শিকদার এর নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল বাংলাদেশ ও ভারতের সিমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর থানাধীন রহনপুর পৌর সভার ৬নং ওয়ার্ডের নুনগোলা এলাকায় অভিযান চালিয়ে চুরিকৃত ট্রাকসহ চোর রাসেলকে গ্রেফতার করা হয়। সে মধুপুর উপজেলাধীন জলছত্র এলাকার মজনু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে সকাল সাড়ে ৯টার দিকে মধুপুর জলছত্র ট্রাক অফিসের সামনে থেকে ঢাকা মেট্রো-ড-১৪-৪৮০৩ ট্রাকটি হারিয়ে যায়।
পরবর্তীতে ট্রাকের মালিক টুটুল বাকালি তার ড্রাইভারকে ফোনে না পেয়ে মধুপুর থানায় ট্রাক হারানোর একটি মিসিং ডায়েরি করেন। এর সূত্রে ধরে তথ্য প্রযুক্তির ব্যবহার, স্থানীয় সোর্স নিয়োগ ও সিসিটিভি ফুটেজ মনিটরিং করে চুরি যাওয়া ট্রাকটি উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।
উদ্ধারকৃত ট্রাক থানা হেফাজত রয়েছে এবং আসামি রাসেলকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।