নলছিটি থানাধীন তিমিরকাঠি গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে বউ শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ সময় মারধর করে ঘরে থাকা নগদ দেড় লক্ষ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষরা।এতে আহতদের নাম রাশিদা বেগম (৩৫) ও আলেয়া বেগম (৬০)। আহত আলেয়া বেগম তিমির কাঠি গ্রামের মৃত আলম খানের স্ত্রী ও রাশিদা বেগম তার পুত্রবধূ।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নলছিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে আহতদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত সূত্রে জানাজায়, আজ সকাল সাড়ে সাতটায় তিমির কাঠি গ্রামের আলেয়া বেগম তার নিজ জমিতে গাছ লাগিয়ে তাতে বেড়া দিতে যায়।এসময় ওই গাছে বেড়া দিতে বাধা দেয় পার্শ্ববর্তী মৃত মোয়াজ্জেমের ছেলের রাকিব ও রুবেল।এ নিয়ে আলেয়া বেগমের সাথে রাকিব ও রুবেলের কথা কাটাকাটি হলে একপর্যায়ে রাকিব, আলেয়া বেগমের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে ও রুবেল লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটাতে শুরু করে।
এ সময় আলেয়া বেগমের ডাক চিৎকার পুত্রবধূ রাশিদা বেগম তাকে বাঁচাতে গেলে তাকে ধারালো দাদিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে।এদিকে মারধরের এক পর্যায়ে ঘরে প্রবেশ করে ঘরে থাকা নগদ দেড় লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কা ছিনিয়ে নেয় রুবেল ও রাকিব।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে আহত আলেয়া বেগম ও রাশিদা বেগম শেবাচিমের মহিলা সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।