মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকাসহ কয়েকটি হোটেল ও দোকানে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্কফোর্সের যৌথ বিশেষ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি মামলায় মোট ২২,০০০ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।
৩০ মে দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মোঃ মামুনুর রশিদ। অভিযানে আরও অংশ নেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আল-আমিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা, সহকারী কমিশনার মোহাম্মদ আবিদ হোসেন এবং বাজার মনিটরিং ও টাস্কফোর্সের জেলা সদস্য সৈয়দ তফজ্জল হোসেন।
অভিযানে শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ ‘রিজিক রেস্টুরেন্ট’-এ অপরিচ্ছন্নতা ও নানা অনিয়মের অভিযোগে ১৫ হাজার টাকা এবং ‘মানিক দেব ট্রেডার্স’-এ ৭ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায়।
এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মসলার বাজার তদারকি, মূল্য নিয়ন্ত্রণ ও ট্রেনের টিকিট কালোবাজারি রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। অভিযানে মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশের একটি টিমও সহযোগিতা করে।