Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৩০ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া এলাকায় ছুরিকাঘাতে জীবন (২৭) নামে এক যুবক খুন।

Link Copied!

ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া এলাকায় ছুরিকাঘাতে জীবন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, ৩০ মে শুক্রবার বিকাল ৫টার দিকে ব্যাপারীপাড়া বিল্লাল স্টোরের সামনে বন্ধুদের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন মিলে তাকে ছুরিকাঘাত করে। বাচার তাগিদে দৌড়ে পালাতে যেয়েও বিল্লাল স্টোরের সামনে পড়ে যায়,তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে   কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জীবনের পিতার নাম রজব আলী, তিনি কালিকাপুর পশ্চিমপাড়ার বাসিন্দা। জীবন রং মিস্ত্রি ও পাইপ লাগানোর কাজ করতো।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জীবনের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।