Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২৯ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সত্যের পক্ষে একজন সাংবাদিকের অবস্থান — আমার দায়, দায়িত্ব ও প্রতিজ্ঞা___মোয়াজ্জেম চৌধুরী।

admin
মে ২৯, ২০২৫ ৩:১৫ পূর্বাহ্ণ
Link Copied!


মোয়াজ্জেম হোসেন চৌধুরী সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান:-

আদালতের নিষেধাজ্ঞা অমান্য সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে www.crimenewstv24. / ক্রাইম নিউজ টিভি ২৪.কম এ

যেখানে আদালতের নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিষয়ে সরেজমিন তদন্ত, ভুক্তভোগীর অভিযোগ, এবং স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে তথ্যভিত্তিক ও দালিলিক সংবাদ উপস্থাপন করা হয়েছে। এটি কোনো অনুমাননির্ভর লেখা নয় — সংবাদটি তৈরির প্রতিটি ধাপ ছিল পেশাগতভাবে যথাযথ, নৈতিকতা-আধারিত এবং সাহসিকতায় পরিপূর্ণ।

এই সংবাদ প্রকাশের পর, ভুক্তভোগী অসহায় ব্যক্তি ফোনে আমাকে জানান যে, স্থানীয় কিছু প্রভাবশালী মহল তার বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকি দিচ্ছে এবং তাকে হয়রানি করার পরিকল্পনা চলছে। তিনি কাঁপা কণ্ঠে অনুরোধ করলেন, যেন সংবাদটি সরিয়ে ফেলা হয়।

আমি এই অসহায় ভাইয়ের আতঙ্ক বুঝি। সমাজে এমন অনেক মানুষ আছেন, যাঁরা শেষ আশ্রয় হিসেবে গণমাধ্যমের দ্বারস্থ হন। কিন্তু যখন এই আশ্রয় থেকেও কেউ আতঙ্কিত হয়ে পড়েন, তখন সাংবাদিক হিসেবে আমার হৃদয়ও কেঁপে ওঠে।

তবুও, একজন পেশাদার সংবাদকর্মী হিসেবে আমি বলতে চাই — আমার দায়িত্ব হলো সত্য উদঘাটন করা, প্রমাণ ও তথ্যের ভিত্তিতে সমাজের সামনে তা উপস্থাপন করা। সংবাদ সংগ্রহ থেকে লেখা, যাচাই এবং পেশাদার প্রক্রিয়ায় সম্পাদকীয় টিমে প্রেরণ — সবকিছু আমি করেছি নির্ভয়ে ও নিষ্ঠার সঙ্গে। সংবাদটি যখন একবার প্রকাশিত হয়, তখন তা সংবাদের মালিক বা প্রকাশকের এক্তিয়ারে থাকে। একজন রিপোর্টারের পক্ষে তা মুছে ফেলা বা সম্পাদনা করা সম্ভব নয় — এবং সেটা হওয়াও উচিত নয়।

আমার অভ্যাস, আমার বিশ্বাস এবং আমার পেশাগত নীতিমালার অংশ হলো — আমি কোনো সংবাদ বা পোস্ট ডিলিট করি না। আমি যা বলি বা লিখি, তা প্রমাণসহ, দায়িত্বের জায়গা থেকে করি। তাই তা থেকে পিছিয়ে যাওয়ার প্রশ্নই আসে না।

এই সংবাদটি কোনো একক ব্যক্তিকে হেয় বা বিপদে ফেলার জন্য নয় — বরং যাঁরা অসহায়, যাঁরা অন্যায়ের শিকার, যাঁরা প্রভাবশালীদের দাপটে মুখ খুলতে ভয় পান — তাঁদের পক্ষে সত্য প্রকাশ করাই এই সংবাদটির উদ্দেশ্য। যদি সেই অসহায় মানুষটির উপর কোনো ধরনের হয়রানি হয়, আমি তাঁকে আশ্বস্ত করতে চাই — আপনি একা নন। আমি আছি, সাংবাদিকতার নীতির পক্ষেও আছি, আপনাকে রক্ষার দায়িত্বেও আছি।

আমার সহকর্মী সাংবাদিক ভাইয়ের উদ্দেশ্যে বলি — এই পেশা শুধু তথ্য পরিবেশনের জায়গা নয়, এটা একটা যুদ্ধের মাঠ। অন্যায়ের বিরুদ্ধে কলম ধরার সাহস আমাদের শক্তি। আপনি যদি সত্যের পক্ষে থাকেন, তবে ভয় পাবেন না। আর যদি কখনো আপনার পাশে কাউকে প্রয়োজন হয়, আমি সর্বদা প্রস্তুত।

সাংবাদিকতা আমার পেশা, দায়িত্ব এবং অঙ্গীকার — সমাজের নিপীড়িত, বঞ্চিত, নির্যাতিত মানুষের পাশে থাকার জন্য। একজন সাংবাদিকের দায়িত্ব শুধু রিপোর্ট তৈরি করা নয়, বরং সাহস ও বিবেক দিয়ে সমাজে আলো ছড়ানো। আমার প্রতিটি শব্দ, প্রতিটি প্রতিবেদন তারই সাক্ষ্য।

মোয়াজ্জেম চৌধুরী
গণমাধ্যম কর্মী ও মানবাধিকার কর্মী

বিভাগীয় ব্যুরো চিফ, সিলেট, ক্রাইম নিউজ ২৪.কম
ইমেইল pressmuazzam@gmail.com
মুঠোফোন – 01796-463485