Crime News tv 24
ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে মৎসঘের মালিকদের নিয়ে বেলা’র আলোচনা সভা।

Link Copied!

বাগেরহাটের রামপালে কৃষি জমিতে লবন পানির চিংড়ি চাষ ও মামলার রায় পরবর্তী পরিস্থিতি নিয়ে স্থানীয় জনগোষ্ঠীর সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে স্থানীয় মৎসঘের মালিকদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ্যাডভোকেট মহিউদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য দেন বাংলদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহাফুজুর রহমান মুকুল, বিশেষ অথিতির বক্তব্য দেন, বেলা’র নেটওয়ার্ক সদস্য ও প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, বেলা’র নেটওয়ার্ক সদস্য ও প্রেসক্লাব রামপালের সহসভাপতি এ এইচ নান্টু, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাব রামপালের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সহ সাধারন সম্পাদক মো. তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো, মেহেদী হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লায়লা সুলতানা, নির্বাহী সদস্য মুর্শিদা পারভিন, সদস্য তুহিন মোল্লা, পবিত্র মন্ডল, রূপান্তরের তীর্থ সলিল ঠাকুর, এফএফসিআরজে এর সভাপতি মো. মাহাফুজ, দপ্তর সম্পাদক নাইমা আফরিন মিম, সদস্য অর্ণব মন্ডল, সদস্য মাহাজাবিন তাজ প্রমুখ। আলোচনা সভায় কৃষি জমিতে লবন পানি ওঠানো বন্ধের জন্যে আগামীতে বড় পরিসরে ঘের মালিকদের সাথে সংলাপসহ তাদের উদ্বুদ্ধকরণ ও প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আহবান জানানো হয়।