Crime News tv 24
ঢাকাশনিবার , ২৪ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

দাকোপের বানিশান্তা ইউনিয়নে জলবায়ু পরিবর্তনে ,দুর্যোগ ঝুঁকি হ্রাস,অভ্যন্তরীন মাইগ্রেশন ও অভিবাসন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Link Copied!

শনিবার (২৪মে) বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশে ও ডিআরআর সিসিএ প্রকল্পের আয়োজনে বানিশান্তা ইউনিয়ন পরিষদের হল রুমে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রমে এই গোলটেবিল বৈঠক অনু্ষ্ঠিত হয়।
বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব আনিচুর রহমান।
এতে আলোচনায় বক্তব্য রাখেন টি. এ. ফারুক স্কুলের শিক্ষক নুরুজ্জামান হাওলাদার, দেবায়ান মন্ডল , লতিকা গাইন, ইতি গাইন সহ উপস্থিত সদস্যরা। কারিতাস বাংলাদেশের মাঠ কর্মকর্তা আলোশিয়াস গাইন সঞ্চালানায় অনুষ্ঠান পরিচালিত হয়। এ সময় প্রধান অতিথীর বক্তব্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জনাব আনিচুর রহমান, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর বিভিন্ন দুর্যোগের মাত্রা বেড়েই চলেছে।আবার নদ-নদীতে পলি জমার কারণে উচ্চতা বৃদ্ধি পেয়ে নদী উপচে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হচ্ছে। ফলে মানুষ সহায়-সম্বলহীন হয়ে অভ্যন্তরীণ অভিবাসনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার । গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে এছাড়া এ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক,এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা অভ্যন্তরীণ অভিবাসন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বৃক্ষরোপণ, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার হ্রাস, বাস্তচ্যুত ব্যাক্তিদের মৌলিক সুবিধা নিশ্চিত করন বিষয়ে বিশেষ ভাবে জোর দেন।