Crime News tv 24
ঢাকাশনিবার , ২৪ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় ইউপি সদস্য রুপার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগে এলাকাবাসীর সংবাদ সম্মেলন।

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:-
মে ২৪, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

পাইকগাছা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও চাঁদখালী ইউনিয়নের ৪/৫/৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুপার বিরুদ্ধে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে।

শুক্রবার দুপুরে প্রেসক্লাব পাইকগাছা এ উপস্থিত হয়ে এলাকাবাসীর পক্ষে কালাম গাজী লিখিত বক্তব্য বলেন, ধাইরাইল/কাওয়ালী এলাকায় সরকার বাহাদুর কর্তৃক ২০২৪-২৫ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ থেকে একটি রাস্তার বরাদ্দ দেওয়া হয়। রাস্তাটির কাজের প্রাথমিক মূল্য ধরা হয় এক লক্ষ পাঁচ হাজার টাকা। রাস্তাটি ২৩৬ ফুট দৈর্ঘ্য ও চওড়া ৫ ফুট হওয়ার কথা থাকে। রাস্তার কাজটি করার দায়িত্ব পায় ধামরাইল ৪/৫/৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ফাতেমা তুজ জোহরা (রুপা)।

রাস্তার কাজ শুরু করার পূর্বে মহিলা মেম্বার রুপা এলাকাবাসীর কাছে রাস্তার পাশে মাটি দেওয়ার জন্য চাঁদা দাবী করেন। এসময়ে এলাকার উন্নয়নের স্বার্থে চাঁদা দেওয়ার সিদ্ধান্ত মেনে নেয় এলাকাবাসী। মেম্বার রুপা ও তার স্বামী নিষিদ্ধ যুবলীগ নেতা আশরাফুল ইসলাম সবুজ মিলে এলাকাবাসী কাছ থেকে ৫০/১০০/২০০’শত এভাবে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত চাঁদা কালেকশন করেন। যাহার সমস্ত ডকুমেন্ট এলাকাবাসীর কাছে সংরক্ষিত আছে।

পরবর্তীতে এলাকাবাসী জানতে পারে যে, এ রাস্তার মাটির কাজের জন্য সরকারিভাবে ১৯ হাজারেরও বেশি টাকা বাজেট আছে। এ ঘটনা জানার পর এলাকাবাসী সম্মিলিত হয়ে মহিলা মেম্বার রুপার কাছে যাই এবং তাদের কাছ থেকে অবৈধভাবে রাস্তার নাম করে চাঁদা আদায়ের বিষয়টি জানতে চাই। এসময়ে রুপা মেম্বার রাস্তার মাটির কাজের জন্য সরকারিভাবে কোনো অর্থ বরাদ্দ নাই বলে জানিয়ে দেয় ও এলাকাবাসীর উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ ও হুমকি ধামকি প্রদান করে। এ ঘটনার পরবর্তীতে ১৬ মে শুক্রবার সন্ধ্যায় মেম্বার রুপা ও তার স্বামী সবুজসহ আওয়ালীগের লোকজন নিয়ে কালাম গাজীর দোকানে যেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রতিবন্ধী ছেলে ফিরোজকে মারতে যায়।

কালাম গাজী আরো বলেন, মেম্বার রুপা চলমান বছরে ১৭/৫ তারিখ টিআর এর বরাদ্দকৃত ড্রেন নির্মাণের কাজের ইট, কাজ করার পূর্বে গাইড ওয়াল ভেঙ্গে সেখান থেকে আড়াই হাজার ইট স্থানীয় আমিরুল মোল্লার কাছে বিক্রয় করে। এছাড়াও অধিকাংশ মানুষের কাছ থেকে ভিজিডি কার্ড, পানির টাংকি,গর্ভবতী কার্ড, টিসিবি কার্ড ও রেশন কার্ড করে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

তিনি আরো বলেন, রুপা মেম্বার পাইকগাছা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও খুলনা জেলা কমিটির সদস্য এবং ৪ই আগষ্ট ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আওয়ামীলীগ অফিসের সামনে নেতা কর্মীদের সাথে অংশ গ্রহণ করেছেন। একারণে এলাকাবাসীর পক্ষে কালাম গাজী সংবাদ সম্মেলনের মাধ্যমে রুপা মেম্বারের এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।