Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৩ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সাফল্যের শিখরে মৌলভীবাজার: সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ জেলা ও থানা নির্বাচিত।

Link Copied!

সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলার মর্যাদা অর্জন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। অপরাধ দমন, মামলার নিষ্পত্তি, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ আইনশৃঙ্খলা রক্ষায় উজ্জ্বল পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জন করে জেলা পুলিশ।

বুধবার (২২ মে) সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এপ্রিল ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এই পুরস্কার প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান। তিনি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা’র হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন।

একই সভায় মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান শ্রেষ্ঠ থানার পুরস্কার লাভ করেন। শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে সম্মাননা লাভ করেন সদর কোর্টের রফিকুল ইসলাম এবং রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই শিপু চন্দ্র দাস।

ডিআইজি বলেন, “মৌলভীবাজার জেলা পুলিশের এই সাফল্য আইনশৃঙ্খলা রক্ষায় তাদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার প্রতিফলন।”

এই পুরস্কার জেলা পুলিশকে আরও উৎসাহিত করবে বলেও মত প্রকাশ করেন তিনি।

মৌলভীবাজার জেলা পুলিশের এই অর্জনে জেলার সর্বস্তরের মানুষ গর্বিত ও আনন্দিত।