Crime News tv 24
ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় ইউএনও’র অভিযানে বাল্যবিবাহ পন্ড; মেয়ের পিতার জরিমানা।

এম জালাল উদ্দীন:পাইকগাছা:-
মে ১৯, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় বাল্যবিবাহের আয়োজন করায় ইউএনও’র অভিযানে বিবাহ পন্ড সহ কনের পিতা কে জরিমানা করা হয়েছে।

জানা যায়, উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের আসাদুল শেখ (১৯ মে) সোমবার দুপুরে নিজ বাড়িতে ৬ষ্ট শ্রেণী পড়ুয়া ১৩ বয়সী নাবালিকা মেয়ের বিবাহের আয়োজন করে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করে দেন।

পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইনের আওতায় কনের পিতা কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেয়ের পিতার কাছ থেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দেওয়া যাবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পেশকার তুহিন বিশ্বাস, উপজেলা আনসার কমান্ডার আবু হানিফ ও উপজেলা আনসার ও ভিডিপি ইউনিয়ন দলনেতা ফয়সাল হোসেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বাল্য বিবাহের কুফল সম্পর্কে উপস্থিত সকলকে সচেতন করা সহ বাল্য বিবাহ বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।