জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -এর সহযোগী যুব সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ লাউতা ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক মাওলানা আরিফুল হক অসুস্থ। সে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ রয়েছেন। বৃহস্পতিবার (১মে) তার কর্মস্থল থেকে বড়লেখা বাজারে যাওয়ার পথিমধ্যে দুর্ঘটনায় কবলিত হয়ে আহত হন।
আজ রবিবার (৪মে) বাদ এশা তার অসুস্থতার খোঁজ নিতে যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলার সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমদ ও কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ইউনিয়ন যুব জমিয়তের এক কাফেলা তার বাড়িতে দেখতে যান।
এসময় তারা আরিফুল হকের দুর্ঘটনাকালীন সময় ও বর্তমান সময়ের অবস্থান সম্পর্কে অবগত হন। বর্তমান অবস্থা ভালো অনেকটা সুস্থ আছেন।
নেতৃবৃন্দ তার দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব জমিয়ত লাউতা ইউনিয়নের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাসান আহমদ, সদস্য আলী আহমদ সাদিক, মাওলানা আফজল আহমদ।