Crime News tv 24
ঢাকাশনিবার , ৩ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আল্লামা সুলতান য‌ওক নদভীর ইন্তেকালে জমিয়তের শোক

Link Copied!

চট্টগ্রামের জামিয়া দারুল মাআরিফের প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা সুলতান য‌ওক নদভীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহা উদ্দীন জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী ও প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

আজ শনিবার (৩মে) গণমাধ্যমের প্রেরিত এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আল্লামা সুলতান য‌ওক নদভী রহ. ছিলেন বাংলাদেশের দ্বীনি শিক্ষাঙ্গনে যে কয়জন আলেম আরবি ভাষা ও সাহিত্যের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন তাদের অন্যতম। তাঁর পরিচিতি দেশের গন্ডি পেরিয়ে দেশেরও বাহিরেও ছড়িয়ে পড়েছিল। আন্তর্জাতিক বিভিন্ন সভা-সেমিনারে তিনি অংশগ্রহণ করে বাংলাদেশের আলেম সমাজের প্রতিনিধিত্ব করেছেন। তাঁর শিক্ষকতার দীর্ঘ সফরে হাজার হাজার যোগ্য আলেম তৈরি করেছেন। তার অবদান আলেম সমাজের মাঝে চির অম্লান হয়ে থাকবে। তাঁকে হারিয়ে আমরা অভিভাবক শুন্য হয়ে গেলাম। তাঁর শূন্যস্থান আর সহজে পূরণ হবার নয়।

নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সমবেদনা জ্ঞাপন করে মহান রাব্বুল আলামিনের দরবারে জান্নাতের আলা মাকাম কামনা করেন।

বার্তা প্রেরক:
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ