Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের ধর্মপাশায় ভূমি দখল নিয়ে মারপিট ও লুটপাট

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
মে ১, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী গ্রামে ভূমি দখলসহ মারপিট ও লুটপাট এর ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার তারিখ ৩০/০৪/২০২৫ইং সকাল ১১.০০টায় এ ঘটনা ঘটে।
ঘটনার স্থান মাইজবাড়ী গ্রাম সেলবরষ ইউনিয়ন ধর্মপাশা উপজেলা সুনামগঞ্জ।

বিগ টিম বলেন গত একমাস থেকে আসামি গন আমার ভূমি দখল করার চেষ্টা করিতেছে এমতাবস্থায় আসামি গন মাটি ভরাট করে আমার ভূমি দখল এর চেষ্টা করিলে আমি ভাই জব্বারুল চৌধুরী নিষেধ করায় তর্ক বির্তক হয়। এবং পূর্ব শুত্রুতার জেদ ধরে আসামি গন একত্রে হয়িয়া আমার উপর হামলা চালায় এবং আমার বাড়িতে বিভিন্ন দেশীয় অস্ত্রের দ্বারা হামলা৷ চালায়। এবং অকুত্ত ভাষায় গালাগালি করিলে জব্বারুল চৌধুরী প্রতিবাদ করিলে তাহারা সবাই মিলে কিল ঘুশি লাথির দ্বারা বেদুরুম মারপিট করে এবং তারা দরজা ভেঙে গৃহে প্রবেশ করে ঘরের মালামাল ভাংচুর করে এবং ট্যাং ভেঙে নগত ১৪০০০০/- একলক্ষ চল্লিশ হাজার টাকা এবং হাতের বালা,স্বনের চেইন, কানের দুলসহ ২টি ল্যাভটপ ১টি আইপেড ও ১টি মোবাইল ফোন লোট করে নিয়ে যায়।
আসামি গন হলেনঃ১/ সবুর খান (৩৫) ২/শিপন চৌধুরী (৩৭) ৩/ভুট্টো চৌধুরী (৩২) ৪/সুফেল চৌধুরী (৩০) ৫/ইয়ার খান (৩০) সর্ব পিতা সিরাজ চৌধুরী। ৭/ সিরাজ চৌধুরী (৬৫) পিতা মৃত মতলু চৌধুরী। ৭/বাপ্পি চৌধুরী (৩২) ৮/তামিম চৌধুরী (১৮) উভয় পিতা আক্কল মিয়া। ৯/ মোফাজ্জল (৩৫) পিতা মৃত কাইয়ুম চৌধুরী প্রমুখ। বিগটিম বলেন আমি আমার সাথে এরকম অন্যায় এবং লুটপাটের বিচার চাই আসামিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

এবিষয়ে ধর্মপাশা থানায় একটি অভিযোগ করা হয়েছে। ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ বলেন তদন্ত প্রক্রিয়া দিন আছে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আসামিদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।##

০১/০৫/২০২৫ইং
সুনামগঞ্জ প্রতিনিধি