নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছে ছাত্রদল নেতা-কর্মীরা। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে তাকে আটকিয়ে বিভিন্ন স্লোগানে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে পুলিশে সোপর্দ করে ছাত্রদল নেতা-কর্মীরা।
সৈয়দ মুজিব উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাঁড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি পাঁড়ইল গ্রামের মৃত আজাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দ মুজিব উপজেলায় পরিষদের বিভিন্ন কাজে নিয়ামতপুর এসেছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্য মোটরসাইকেলে উঠলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেনসহ আরো ৫-৬ জন ছাত্রদল নেতা-কর্মী তাকে থামান। সেখান থেকে থানায় নিয়ে যান তাঁরা। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান প্রদান করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যানকে গত বছরের ১১ নভেম্বরের একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নওগাঁ#