নড়াইলে বিভিন্ন যানবাহনে এক যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) রাতে নড়াইল পৌরসভার বউ বাজার এলাকায় নড়াইল-যশোর সড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর নড়াইল ক্যাম্পের মেজর এমএম জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ট্রাফিক নিয়ম-অমান্য করার কারণে ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে, আটটি মোটরসাইকেল এবং একটি মাইক্রোবাস আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন যানবাহনকে সর্বমোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।