Crime News tv 24
ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় নিখোঁজের একদিন পরে মৃতদেহ উদ্ধার

Link Copied!

নওগাঁর সদর উপজেলায় নিখোঁজের একদিন পর ধান ক্ষেত থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের সৌলকোপা এলাকায় লাশটি পাওয়া যায় বলে নওগাঁ সদর থানার এএসআই আবু তাহের জানান। নিহত শরিফ উদ্দিন (৩৮) ওই উপজেলার দুবলহাটি ইউনিয়নের কান মটকা গ্রামের মৃত মোজাহার দরজির ছেলে। স্থানীয়দের বরাতে এএসআই আবু তাহের বলেন,

শরিফ শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাননি।

রোববার ওই এলাকায় কৃষকরা মাঠে গিয়ে শরিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহতের শরীরের অর্ধেক অংশ শিয়ালে খেয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে; ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
নওগাঁ #