মো:আব্দুল গফুর সিকদার ভোলা জেলা প্রতিনিধি:-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনপুরা উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নের উদ্দেশ্যে ইফতার মহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ মার্চ) মনপুরা উপজেলার ৫নং কলাতলী মনির বাজার জামে মসজিদে ইফতার মহফিলের আয়োজন করা হয়েছে। মাওঃ কবির সঞ্চালনায় ইফতার মহফিলে শুরু হয়। ইফতার মাহফিলে দারসুল কুরআন পেশ করেন মাও:হারুনূর রশীদ উক্ত ইফতার মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সূরা কর্ম পরিষদ সদস্য,জনাব হাফেজ মাও:মতিউর রহমান নিজামী।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং মনপুরা ইউনিয়ন শ্রমিক কল্যাণ পেডারশন সভাপতি জনাব নুর মোহাম্মদ
বিশেষ অতিথি বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামী ৫ নং কলতলী ইউনিয়ন সভাপতিত্ব করেন জনাব মোঃ জসিম উদ্দিন বিগত। সরকারের কষ্টের স্মৃতি স্মরণ করে বলেন, “ফ্যাসিবাদের শাসনামলে আমাদেরকে প্রকাশ্য কোন সভা-সমাবেশ করতে দেয়নি। তাদের জুলুমের শিকার হয়ে আমাদের অসংখ্য ভাই শহিদ হয়েছে আজ আমরা যাদের কারনে এ বিজয় অর্জন করেছি তাদের উদ্দেশ্যে কোন ভাবে নষ্ট করা যাবেনা।”
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমাদেরকে জনগনের আস্তা অর্জন করার জন্য আরও বেশি জনগণের জন্য কাজ করতে হবে। জনগনের বিপদে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন আগামী দিন ইসলামের তাই আপনাদের ইসলামের সু-মহান দাওয়াত জনগনের কাছে কাছে পৌছাতে হবে।
ইফতার মহফিলে সভাপতিত্ব করেন মো জসিম উদ্দিন
দোয়া মুনাজাত পরিচালনার করেন, মাওলানা মতিউর রহমান নিজামী