জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী জয়নগর ১ নম্বর ব্লক কমিটির সহযোগিতায় আজ ১১ /০৩ /২০২৫ তারিখে উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং জয়নগর এক নম্বর ব্লকের অধীনে উত্তরদূর্গ বিএসএনএল টাওয়ারের বিএসএফের টাওয়ারের সংলগ্ন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সভা অনুষ্ঠিত হয় এবং
প্রতিবন্ধীদের দুঃস্থ প্রতিমন্ত্রীদের ব্যাটারি চালিত গাড়ি প্রদান করা হয়।
প্রতিবন্ধীদের সুখ -দুঃক্ষের সর্বদা পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী জয়নগর এক নম্বর ব্লকের সম্পাদকদ্বয় সুরা বদ্দিন লস্কর ও পুলক দাস এবং জেলা কমিটির মেম্বার অলক গায়েন। সোশ্যাল যাত্রী গভমেন্ট অফ ইন্ডিয়া সহযোগিতায় অভিজিৎ চক্রবর্তী,সায়ন মন্ডল, ডাঃ জানকিনাথ মাঝির ঐকান্তিক প্রচেষ্টায় এবং পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতিবন্ধী সম্মিলনীদ্বয়ের মাধ্যমে জয়নগর এক নম্বর ব্লকের প্রতিবন্ধীদের হাতে ১০টি ইলেকট্রিক চালিত প্রতিবন্ধীদের গাড়ি ও হেলমেট দিয়ে সহযোগিতা করেছেন এবং পাঁচটি ট্রাই সাইকেল দেওয়া হয়েছে।জয়নগর এক নম্বর ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্পাদকদ্বয়ের উদ্দগ্যে ইলেকট্রিক চালিত প্রতিবন্ধীদের গাড়ি সহ হেলমেট তুলে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সম্পাদক সুরা বদ্দিন লস্কর ও জেলা কমিটির মেম্বার অলক গায়েন প্রতিবন্ধী হাতে গাড়ি তুলে দিলেন এবং সাংবাদিকদের মুখোমুখি বলে আমি প্রতিবন্ধীদের হাতে এই ইলেকট্রিক চালিত গাড়ি তুলে দিতে পেরে খুব গর্বিত। তিনি বলেন RPG 2016 Act এর প্রতিবন্ধীদের এক ছাতার তলায় নিয়ে আনতে হবে। তিনি আরো বলেন U D D card অতি শীঘ্রই Dist Hospital থেকে প্রদান করতে হবে।
অনুষ্টানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সম্পাদকদ্বক সুরা বদ্দিন লস্কর ও পুলক দাস , জেলা কমিটির মেম্বার অলক গায়েন, রাজ্য কমিটির সদস্য সঞ্জয় দাস,সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ গন