Crime News tv 24
ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ ভাবে মাটি বিক্রিয়ে কাজ চলছে মেহেরপুর সদর উপজেলা হিজুলী গ্রামে

বিশেষ প্রতিনিধিঃ
মার্চ ১, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর সদর উপজেলা হিজুলী গ্রামে পাংআশির বিলে দির্ঘদিন ধরে চলছে অবৈধ ভাবে মাটি কাটা কাজ ও সেই মাটি বিভিন্ন ইঁট ভাটায় বা বিভিন্ন জায়গায় বিক্রি দিচ্ছেন কিছু ব্যক্তি, ১/সাইফুল (৪৮) রাজনগর গ্রামে বাড়ি, মোবাইল নাম্বারঃ 01745379896 ২/খলিল দালাল (৫০) হিজুলী গ্রামে ঈদগাহ পাড়ায় বাড়ি,মোবাইল নাম্বারঃ 01775919656

গ্রামের লোকজন বাধা দিতে গেলে বিভিন্ন হুমকি ধামকি বা ভয়ভীতি প্রদর্শন করেন,
গ্রামের পাংআশির বিলের সরকারি খাল ও রাস্তাসহ মাটি কেটে বিক্রি দিচ্ছেন,মেহেরপুর সদর উপজেলা আমঝুপী ইউনিয়ন হিজুলী গ্রামের ৭নং ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ কোনো কথা বলতে চান নি,এতে মানুষের জিবীনের অনেক খয়-খতি হচ্ছে, রাস্তা ভেঙ্গে যাচ্ছে, সরকারি খাল নষ্ট হচ্ছে, স্কুল গামী ছাত্র-ছাত্রীদের স্কুল কলেজে জেতে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে এবং রাস্তায় বারবার এক্সিডেন্ট হচ্ছে,শনিবার ১ মার্চ দিনদত্ত ব্রিজ হতে হিজুলী গ্রামে আশার সময় মাটি ভর্তি ট্রাক্টর গতি নিয়ন্ত্রণ হারিয়ে ভুট্টা খেতের ভিতরে এক্সিডেন্ট করেছেন, গত রবিবার ২৬ শে জানুয়ারি-২০২৫ সন্ধ্যায় চুয়াডাঙ্গা মেহেরপুর মহাসড়কের চাঁদপুর নামক স্থানে মাটি বোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে,ট্রাক্টরের ড্রাইভারের নাম টোটাল (৩৮)পিতাঃ জিল্লুর রহমান বাড়ি গাংনী উপজেলার ঢেপা গ্রামে, মোটরসাইকেল চালক জুয়েল মাহমুদ ও পিছনে বসে থাকা মতিউর রহমান নামে আরও একজন আহত হয়েছে, তবে জানা গেছে দুজনেরই বাড়ি চুয়াডাঙ্গায় ফার্ম পাড়ায়,মাটি বোঝাই ট্রাক্টরটি স্হায়ী জনগণ জব্দ করে বারাদী ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন বারাদী ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম।
এই বিষয়ে দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকা ২৮ ফেব্রুয়ারী-২০২৫ তারিখে একটি নিউজ প্রকাশিত হলে মেহেরপুর ভূমি অফিসার এসে মাটি কাটা নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু আবার দুই দিন পর থেকে ফের মাটি কাটা শুরু করেছেন,গ্রাম বাঁশি রমজান মাসে মাটি কাটা নিষেধ করলে-ও তোয়াক্কা না করে দ্বিধারছে মাটি কাটছেন,তাই গ্রাম বাঁশি আইনি সহায়তা করছেন।