Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

হৃদয় হত্যা মামলার প্রধান আসামিসহ আটক–০২

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে হৃদয় হোসেন (২৪) নামের এক যুবক হত্যার ঘটনার মামলার প্রধান আসামি মোটরসাইকেল মেকানিক জান্নাত আলী (৩৮) ও বিপুল হােসেন (৪২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২ এর গাংনী ক্যাম্প।
বৃহস্পতিবার বিকেলের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়েছে, গ্রেপ্তারকৃত জান্নাত মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের আজাদ আলীর ছেলে ও বিপুল একই গ্রামের সাদিমানের ছেলে।
র‍্যাব-১২ এর গাংনী ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, বুধবার দুপুরে চর গোয়াল গ্রামের গোরস্থানের প্রবেশ গেট ট্রাক্টরের ধাক্কায় ভেঙে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়, এ ঘটনায় রামনগর বাজারে চর গোয়াল গ্রামের শাহাদত হোসেনের ছেলে হৃদয় হোসেনকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে জান্নাত ও তার সহযোগীরা। গুরুতর আহত হৃদয়কে স্থানীয়রা উদ্ধার করে বামন্দী সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা জান্নাতের মোটরসাইকেল ওয়ার্কশপে আগুন ধরিয়ে দেয়,ঘটনার পর থেকেই জান্নাত ও তার সহযোগীরা পলাতক ছিল,
তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রামের একটি বাড়ির সামনে পাঁকা রাস্তা থেকে জান্নাত ও বিপুলকে গ্রেপ্তার করা হয়েছে,পরে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।