উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম নওগাঁ সদর মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে অফিসার ইনচার্জ নওগাঁ সদর মডেল থানা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় বলেন থানায় আগত সেবা প্রার্থীদের সাথে সদাচরণ নিশ্চিত করতে মামলা, জিডি কিংবা পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে। তদন্তাধীন মামলা সমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করা, কার্যকারী পেট্রল,মাদক অভিযান বৃদ্ধিসহ পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নওগাঁ সদর মডেল থানার সকল স্তরের অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
নওগাঁ #