পাইকগাছায় জাতীয় স্হানীয় সরকার দিবস-২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পৃথকভাবে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইফতেখারুল ইসলাম।
এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আনসার ভিডিপি কর্মকর্তা মৌলুদা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ। অপরদিকে পৌরসভায় অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর নির্বাহী প্রাশসক লালু সরদার। বক্তব্য রাখে ইজ্ঞিনিয়ার নুর আহম্মদ,জিয়াউর রহমান,মৃনাল কান্তি সানা ও শফিকুল ইসলাম। এসময়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।