বরিশাল মেহেন্দিগঞ্জ থানাধীন ভোলানাথ গ্রামে আওয়ামী লীগ দোসর সন্ত্রাসীদের হামলায় বিএনপির ৫ জন কর্মি গুরুতর আহত হয়েছে।গতকাল সোমবার রাত ৮ টায় ভোলানাথ বাজার থেকে বাড়িতে ফেরার পথে গুচ্ছগ্রাম বসে এই হামলার ঘটনা ঘটে।
এতে মোশারফ হাওলাদার (৪৫), সেলিম মাতুব্বর (৪০), জসিম হাওলাদার (৪৫), আব্দুর রহমান (২৮), ও আকাশ (২০) নামের পাঁচজন গুরুতর আহত হয়েছে।আহত মোশারফ হাওলাদার ভোলানাথ গ্রামের মৃত রেজ্জাক হাওলাদার এর ছেলে ও একই এলাকার মৃত জামাল মাতুব্বরের ছেলে সেলিম মাতুব্বর,আব্দুল হাওলাদেরর ছেলে জসিম হাওলাদার,মৃত কালু হাওলাদারের ছেলে আব্দুর রহমান ও খালেক চৌকিদার এর ছেলে আকাশ ।
পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পাতারঘাট থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত মোশারফ হাওলাদারের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।ও অন্যান্যরা পাতার হাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা গেছে, আহত মোশারফ হাওলাদার ৫ই আগষ্টের পর থেকে প্রকাশ্যে বিএনপির মিটিং মিছিলে গিয়ে সমর্থন করলে স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয় মোশারফ এর উপর।আওয়ামী লীগ সন্ত্রাসী সোলেমান ওরফের সুলাই, জামাল হাওলাদার, কামাল হাওলাদার, ও শাহ আলম গ্রুপের লোকেরা বিভিন্ন সময় মোশারফ হাওলাদারকে বিএনপির সমর্থন করা থেকে বিরত থাকতে বলে ও প্রাণনাশের হুমকি দেয়।
অথচ মোসারফ হাওলাদার তাদের বিষয়ে তোয়াক্কা না করে বিএনপির সমর্থন করে যাচ্ছিল। আর এরই জোরে গতকাল রাতে বাজার থেকে বাড়িতে আসার পথে পূর্বপরিকল্পিতভাবে সুলাইমান সুলাই, জামাল হাওলাদার শাহ আলম, কাবুল, শামীম, রাব্বি, কামাল হাল, হারুন, মহসিন সহ অজ্ঞাত ১৫-২০ জন ধারালো অস্ত্র নিয়ে মোশারফ হাওলাদার উপর হামলা চালায়।
এ সময় প্রতিপক্ষরা মোশারফ হাওলাদার কে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কপিয়ে গুরুতর জখম করে।এসময় আহতর ডাক চিৎকারে সেলিম মাতুব্বর, জসিম হাওলাদার, আব্দুর রহমান ও আকাশ আহত মোশারফ হাওলাদার কে বাঁচানোর জন্য ছুটে গেলে তাদের ও কুপিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে আহত মোশারফ হাওলাদার শেবাচিমের অর্থোপেডিক ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।