Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় আকাশকুড়ি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নূর মোহাম্মদ সুমন, নীলফামারী প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নীলফামারীর ডিমলা উপজেলার আকাশকুড়ি উচ্চ বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২৪শে ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে আকাশকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান শিক্ষক কামিনী কুমার রায়ের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এনামুল হকের সঞ্চালনায়, ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের জন্য নবীনবরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাউতারা ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাউতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী স্বপন, সহকারী শিক্ষক মধুসুধন রায়, নাউতারা ইউপি ১, ২ ও ৩নং ওয়ার্ডের সদস্য তহিদুল ইসলাম ভূট্টু, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাসেম, অবসরপ্রাপ্ত শিক্ষক জমসের আলী কাজী, অবসরপ্রাপ্ত শিক্ষক শুবাস চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দন কুমার রায় প্রমুখ।

এছাড়াও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল হক, ওবায়দুল রহমান, আবু তাহের, আতাউর রহমান, শিক্ষিকা পারুল বেগম, স্বপ্না চ্যাটার্জী, সালমা বেগমসহ সকল শিক্ষক, অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্যরাসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিনী কুমার রায় তিনি বলেন, এই এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তােলার জন্য বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নবীন শিক্ষার্থীদের তিনি মনােযােগ দিয়ে পড়াশােনা করার আহ্বান জানান এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন।

এ বছর বিদ্যালয়টির গত বছরে অকৃতকার্য ১০ জন ও নতুন ৩২ জনসহ সর্বমােট ৪২ জন পরীক্ষার্থী আগামী ১০ই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

শিক্ষার্থীদের মনােজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এ দিনের সাড়ম্বর আয়ােজন সমাপ্ত হয়।