নিজস্ব প্রতিবেদকঃ-
বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড হরিনা ফুলিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে রকি (২২) নামের এক যুবককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।আজ সোমবার সকাল সাড়ে ছয়টায় নিজ কর্মস্থান প্রাণ কোম্পানিতে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।আহত রকি হরিনা ফুলিয়া ২৬ নং ওয়ার্ড এ্যাপোলো হাসপাতাল এলাকার সাইদুল ইসলাম হাওলাদার এর ছেলে।
পর স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।আহত সূত্রে জানা যায়,আজ সকাল সাড়ে ছয়টায় পূর্ব শত্রুতার জেরে রকির আপন খালু আবুল কালাম ও পার্শ্ববর্তী মিজান পূর্বপরিকল্পিতভাবে লাকি ও রড দিয়ে হত্যার উদ্দেশ্যে রকি কে এলোপাতারি পেরাতে শুরু করে।
এ সময় স্থানীয় লোকজন ছুটে আসে রকিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে।এ বিষয়ে আহত রকির মা কোহিনুর বেগম সাংবাদিকদের জানায় তার স্বামী সাইদুল ইসলাম আর্থিকভাবে কিছুটা অস্বচ্ছ হয়ে পড়লে বেশ কিছুদিন যাবৎ তিনি তার বাবার বাড়ি হরিনাকুলিয়া এলাকায় বাবার জমিতে বসবাস শুরু করে।
সেখানে এর আগে থেকে তার মেজ বোন হেলেনা বেগম স্বামী সন্তান নিয়ে বসবাস করে আসছে। এখন ছোট বোন কোহিনুর বেগম বাড়িতে আসার বাবার পুরো সম্পত্তি ভোগ দখল করতে পারছে না হেলেনা বেগম ও তার স্বামী আবুল কালাম।আর এ নিয়ে এর আগে কোহিনুর বেগমকে মারধর করে আবুল কালাম ও তার ছেলে রাকিব ও রনি। এ সময় তারা কোহিনুর বেগমকে ছুরি দিয়ে কুপিয়ে হাতে গুরুতর জখম করে।
পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়।আহত কোহিনুর বেগম আরো জানায় মেঝবােন হেলেনা বেগমের দুই ছেলে মাদক সেবন ও মাদক বিক্রির সাথে জড়িত।তারা বাড়িতে আশায় মাদক ব্যবসা ঝামেলা হচ্ছে বলে তাদের বাড়ি থেকে বিতাড়িত করার চেষ্টা করছে হেলেনা বেগম ও তার স্বামী আবুল কালাম। বর্তমানে হেলেনা বেগমের ছোট ছেলে রাকিব রিহ্যাবে চিকিৎসাধীন রয়েছে।
আর এই পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন সময় হেলেনা বেগমের স্বামী আবুল কালাম ও তার ভাড়াটে লোকজনরা সাইদুল ইসলাম ও তার ছেলে রকিকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল।আর এরই ধারাবাহিকতায় আজ সোমবার দিন সকাল সাড়ে ছয়টায় হত্যার উদ্দেশ্যে এ হামলার ঘটনা ঘটায়।
বর্তমানে আহত রকি শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।