বরিশাল বানারীপাড়া থানাধীন ধারালিয়া গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আলমগীর (৬০) নামের একজন গুরুতর আহত হয়েছে।আহত আলমগীর হোসেন ধারালিয়া গ্রামের মৃত্যু আব্দুর রশিদের ছেলে।
গতকাল বৃহস্পতিবার সকাল আটটায় এ হামলার ঘটনা ঘটে।বর্তমানে আহত আলমগীর শেবাচিমের অর্থপেডিক ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত আলমগীর হোসেন সাংবাদিকদের জানায়, তার সৎ বোন দীর্ঘদিন যাবৎ তার বাবার বাড়িতে বাবার ঘরে বসবাস করে আসছে।
হঠাৎ করে বাবার ঘরের পাশের জমিতে দুটো রুম নির্মাণ করে।এর আগে সেখানে আলমগীর ঘড় নির্মাণ করতে চেয়েছিল।তখন তার সৎ মা তাতে বাধা দেয়।এবং মায়ের কথামত আলমগীর সেখানে ঘর নির্মাণ করে না।সৎ বোন মাহবুবা ভাইকে কিছু না জানিয়ে রুম নির্মাণ করে।আলমগীর তার বোন কে জিজ্ঞাসা করতে গেলে বোনজামাই সোহেল পূর্বপরিকল্পিতভাবে লাঠি নিয়ে আলমগিরকে এলোপাতারি পেটাতে শুরু করে।
পরে আলমগীরের স্ত্রী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।