প্রতিবছরের ন্যায় এই বছরও IDEB প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ, কক্সবাজার জেলার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয় ।
শনিবার (১৮ই জানুয়ারি) কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায়, এতিমখানা ও মাদ্রাসার গরিব শীতার্ত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয় ।
উক্ত শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সভাপতি ইঞ্জিনিয়ার মো রমজান ইসলাম রুবেল। সার্বিক সহযোগিতা ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি মোহাম্মদ ইব্রাহিম, কক্সবাজার সদর কমিটির সভাপতি ইঞ্জি আলী আহমেদ, জেলা প্রচার সম্পাদক ইঞ্জি. এমএইচ মারুফ, কক্সবাজার সদর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ ইমরুল আজিম, জেলা কমিটি সম্পাদক ইঞ্জিঃ নুরুল আজিম, পৌর কমিটির অর্থ সম্পাদক ইঞ্জিঃ ইফতেকার সাইমুন সহ স্থানীয় ও গন্যমান্য ব্যক্তিবর্গ।