মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে উপজেলার তৃতীয় লিঙ্গের জনপ্রিয় মডেল জারা ইসলামের নামে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
গত শনিবার ১৫ নভেম্বর দুপুরে মডেল জারা ইসলাম শ্রীমঙ্গল থানায় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলমান অপপ্রচার এবং বিভিন্ন ফেসবুক আইডি থেকে প্রাপ্ত হুমকি সম্পর্কে সাধারণ ডায়েরি করেন।
জিডিতে মডেল জারা অভিযোগ করেন, ১৪ নভেম্বর (সুরমা এডিশন) নামে একটি ফেসবুক পেজ থেকে তার ও তার বন্ধু কেয়া সিনহার বিভিন্ন ছবি ও ভিডিও এডিট করে ভয়েস যোগ করে ওই পেজে একটি ভিডিও আপলোড করা হয়েছে। এছাড়া বিভিন্ন নাম্বার থেকে তার হোয়াটসঅ্যাপে হুমকি-ধর্মী বার্তা পাঠানো হচ্ছে।
মডেল জারা জানান, তিনি শ্রীমঙ্গলে একটি বিউটি পার্লার পরিচালনা করেন। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মডেলিং করার সুবাদে দেশব্যাপী তার একটি পরিচিতি রয়েছে। তিনি ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি। তৃতীয় লিঙ্গের একজন অবহেলিত মানুষ হিসেবে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। তার মতে, তিনি মডেলিংয়ে সফল হওয়ায় একটি মহল তার বিরুদ্ধে লেগে আছে এবং তার সম্মানহানি করছে। তিনি এসব সাইবার অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ওই ফেসবুক পেইজে শিরোনাম করা হয়েছে দুই ক্রস জেন্ডার হানিট্রাপে শ্রীমঙ্গলের শতাধিক যুবক !
চ্যানেল আই সুপারস্টার কেয়া সিনহা ও উঠতি বয়সী বহুল আলোচিত সমালোচিত মডেল জারা আক্তার দুজনেই ক্রসজেন্ডার। সমাজ যাদেরকে সাধারণত হি-জ-ড়া নামেই চেনে দুজনেই সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন নিজেদের প্রতিভা ও মেধা দিয়ে তবে সম্প্রতি তাদের বিরুদ্ধে উঠেছে গুরুতর হানিট্র্যাপ এর অভিযোগ।
কেয়া সিনহাকে প্রথম দেখায় যে কেউ ভাবতে পারে উপজাতি বা পাহাড়ি মেয়ে,তবে সে যে ক্রস জেন্ডার সেটা তার সাথে ঘনিষ্ঠ না হলে বুঝা যায় না। সাধারণত ছেলেদের নিজের প্রেমের ফাদে ফেলে হোটেল রুমের ঘনিষ্ঠ মুহুর্তের ভিডিও ধারন করে ব্লেকমেইল করার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
একাধিক পুরুষদের সাথে ঘনিষ্ঠ মুহুর্তে জড়িয়ে ভিডিও ধারন করে এভাবেই হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।
জারা আক্তারের একটি পার্লার রয়েছে শ্রীমঙ্গলে পার্লার ব্যবসা ছাড়াও তিনি মডেলিং করেন,এসবের আড়ালে চলে হানি ট্র্যাপ চক্র।
জারা আক্তার হলেন হিজড়াদের মধ্যে পুরুষ হিজড়া ছেলেদের অত্যন্ত সুকৌশলে প্রেমের ফাদে ফেলে প্রথমে ভিডিও কলে তাদের সাথে উলঙ্গ হয়ে কথা বলে সেটির স্ক্রিন ভিডিও করেন পরবর্তীতে সেই ধারনকৃত ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে ছেলেদের নিজের টার্গেট করা জায়গায় নিয়ে যান সেখানে নিয়ে ছেলেদের বলাৎকার করেন।
সম্প্রতি বিয়ানিবাজারের লন্ডন প্রবাসী রুবেল আহমদ নামের এক ব্যক্তির সাথে এমন একটি ঘটনাটি ঘটেছে। রুবেল আহমদের দীর্ঘদিনের ফেসবুক ফ্রেন্ড জারা আক্তার ফেসবুকে পরিচয়ের সুবাদে কথা বলতে বলতে গড়ে উঠে প্রেমের সম্পর্ক।
দেশে ফিরে দেখা করতে যান জারার সাথে লেমন গার্ডেন রিসোর্টে ঘনিষ্ঠ মুহুর্ত কাটানোর প্রস্তাব দেন জারা। রুবেলের সম্মতিতে ১ সেপ্টেম্বর তারিখে লেমন গার্ডেন রিসোর্টের একটি কটেজ বুকিং করে সেখানে যান তারা সেদিনই বলাৎকারের শিকার হোন লন্ডন প্রবাসী রুবেল আহমেদ।

