Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু।

শিমুল রেজা নিজস্ব প্রতিবেদক:-
নভেম্বর ১৮, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে পড়ে স্ত্রী বিউটি খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভালাইপুর–আলমডাঙ্গা সড়কের চিৎলা রুইতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর পুরাতন পাড়ার বাসিন্দা বিউটি খাতুন (৪৫) তাঁর স্বামী মুস্তাফিজুর রহমানের মোটরসাইকেলে চড়ে ভগিরাথপুর থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। পথে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার চিৎলা রুইতনপুর নামক স্থানে তিনি মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁর স্বামী মুস্তাফিজুর রহমান দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিউটি খাতুনকে মৃত ঘোষণা করেন।

বিউটি খাতুনের মৃত্যুর খবরে ভগিরাতপুর পুরাতনপাড়া ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোক—পরিবার-পরিজন শোকে ভেঙে পড়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান পিপিএম বলেন,“মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

বর্তমানে নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বার্তা প্রেরক
শিমুল রেজা
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
০১৭৭৭৫৫৫২৫৪
১৮/১১/২৫