Crime News tv 24
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার।

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ-
নভেম্বর ৫, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের মারামারির ঘটনায় ৩ শিক্ষার্থীকে দুই সেমিস্টার বহিষ্কার এবং ৯ শিক্ষার্থীকে সতর্ক করেছেন কর্তৃপক্ষ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ভরপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও বিভিন্ন পত্রিকার সংবাদ প্রতিবেদকের (শিক্ষার্থীদের) মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেন ভিসি। কমিটির সুপারিশে গত বৃহস্পতিবার ২৭১তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেয়া হয়। এতে সাংবাদিকের তলপেটে লাথি মারা, মোবাইল কেড়ে তা রিসেট দেওয়া, অভিযুক্তদের প্রত্যক্ষভাবে সহযোগিতা ও সংঘর্ষে উস্কানি দেওয়া এবং প্রক্টর বরাবর মিথ্যা অভিযোগের ঘটনায় তিন শিক্ষার্থীকে ৪র্থ বর্ষে ২ (দুই) সেমিস্টারের জন্য সর্বপ্রকার একাডেমিক কার্যক্রম হতে বহিষ্কার করা হলো। এ ছাড়াও সংঘর্ষের ঘটনায় পরোক্ষ ভূমিকা থাকায় একই বিভাগের ৯ শিক্ষার্থীকে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান, আফসানা পারভীন তিনা, রিয়াজ মোর্শেদ। সতর্ক করেছেন যাদের একই বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম, মিল্টন মিয়া (অয়াজিল), মশিউর রহমান, রাকিব হোসেন এবং ২০২০-২১ বর্ষের সৌরভ দত্ত, মিনহাজুল আবেদীন, সাব্বির হোসেন, সৌরভ হোসেন সজীব, এবং ২০১৯-২০ বর্ষের ফরিদুল আলম পান্না। উল্লেখ্য, গত ১২ জুলাই অর্থনীতি বিভাগের আন্তঃ সেশন ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভাগের সিনিয়র-জুনিয়রের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকরা নিউজের জন্য ভিডিও করতে গেলে তাদের ফোন কেড়ে নেয় এবং কয়েক দফায় সাংবাদিকদের মারধর করে তারা।