Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবির আটাপুরে জামায়াতের নির্বাচনী প্রস্তুতি জোরদার—কর্মী ও সুধী সমাবেশে প্রাণচাঞ্চল্য।

Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ অক্টোবর বিকেল ৩ টায় ইউনিয়নের স্থানীয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আটাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহাবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ছামসুল আলম মাস্টার।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আনিছুর রহমান, মাওলানা সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বস্তরে সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করতে হবে। তারা নির্বাচনী প্রস্তুতি জোরদার, কর্মীদের মনোবল দৃঢ় রাখা এবং ন্যায়-সত্যের আদর্শে অবিচল থাকার আহ্বান জানান।

সমাবেশে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক কর্মী ও সুধীজনের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। উপস্থিত জনতার উদ্দীপনা ও অংশগ্রহণে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়, যা নির্বাচনী মাঠে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।