বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ অঞ্চল ময়মনসিংহের উদ্যোগে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ফাইনাল খেলায় ছাত্রী টাঙ্গাইল ধনবাড়ি পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় ট্রাই বেকারে ৫-৪গোলে ধোবাউড়া কল সিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টির এবং ছাত্র বিভাগে ট্রাই বেকারে টাঙ্গাইল ভুয়াপুর ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ৬-৫ গোলে ঈশ্বরগঞ্জ চরনিখলা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
আজ ১৭অক্টোবর শুক্রবার বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ অঞ্চল আয়োজিত চ্যাম্পিয়ন দুই দলের (ছাত্র-ছাত্রী) মাঝে ট্রফি তুলে দেওয়া হয় । প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর এ কে এম আলিফ উল্লাহ আহসান পুরস্কার তুলে দেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষক অফিসার মোহছিনা খাতুন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গভবমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ শাহ মাসুম।এ সময় জেলা ক্রীড়া অফিসার আল-আমিন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান প্রধান গন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের হিসাব রক্ষণ কর্মকর্তা রেজাই নাসরিন সরকার সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও খেলোয়ার, কোচ, ম্যানেজার, ক্রীড়ামোদি দর্শক এবং গণমাধ্যম কর্মীবৃন্দ। উল্লেখ্য যে চ্যাম্পিয়ন দল দুটি আগামী ১৯ তারিখ ঢাকায় পদ্য অঞ্চল খেলায় অংশগ্রহণ করবে।