Crime News tv 24
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ইউনাইটেড হজ্জ গ্রুপের উদ্যোগে হাজী সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ-
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ইউনাইটেড হজ্জ গ্রুপের উদ্যোগে উল্লাস কমিউনিটি সেন্টারে জয়পুরহাট অঞ্চলের এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক হাজী, আলেম-ওলামা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন,হজ্জ হচ্ছে তাকওয়া অর্জন ও আত্মশুদ্ধির সর্বোচ্চ প্রশিক্ষণ। হাজীরা যেন এই মহান ইবাদতের শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করেন। সমাজে শান্তি, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় এগিয়ে আসেন।

এছাড়াও সমাবেশে আলোচনা পেশ করেন মওলানা ফিরোজ আনসারী, এম. জাকির হোসাইন এবং ডা. সারোয়ার হোসেন।

বক্তারা হজ্জের তাৎপর্য, ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি ও সামাজিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, হজ্জ মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও ত্যাগের এক অনন্য শিক্ষা বহন করে। হাজীরা যেন দেশে ফিরে নিজেদের জীবনকে হজ্জের আলোকে গড়ে তোলেন এবং সমাজে নৈতিক পরিবর্তনের অগ্রদূত হন।

সমাবেশে উপস্থিত হাজীগণও তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা জানান, হজ্জ পালন জীবনের শ্রেষ্ঠ অর্জন, যা তাদেরকে সারাজীবনের জন্য বদলে দিয়েছে।

অনুষ্ঠানটি দোয়া-মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং হাজীদের জন্য বিশেষ দোয়া করা হয়।