পুলিশ সুপার মোঃ রেজাউল করিমকে হিউম্যান রাইটস হিট ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জ।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস হিট ফাউন্ডেশন-এর পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম স্যারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
এই শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার জেলা উপদেষ্টা হোসাম শাহানেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি নবী ওয়ালীউল্লাহ, সাধারণ সম্পাদক ওয়াকিলুর রহমান সহ-সভাপতি ইব্রাহিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল, ও অর্থ বিষয়ক সচিব সুমাইয়া ইসলাম শান্তা।
অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার রক্ষায় পুলিশ সুপারের অগ্রণী ভূমিকা, মানবিক দৃষ্টিভঙ্গি, সততা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তারা বলেন,
“মানবাধিকার রক্ষায় আপনার অবদান আমাদের জন্য গর্বের। আপনার নিষ্ঠা ও নেতৃত্ব সমাজে শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”
সংস্থার পক্ষ থেকে পুলিশ সুপারকে শুভেচ্ছা প্রদান করা হয়।