নওগাঁয় যুবদলের ৩ নেতা বহিষ্কার-০২
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নওগাঁ জেলা শাখার তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার এবং আরও দুই নেতাকে শোকজ করেছে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ অন্যান্য সাংগঠনিক অপরাধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরে সংযুক্ত) মো. ময়নুল হক লিটন সংগঠনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রেরণ করেন।
বহিষ্কৃতরা হলেন- নওগাঁ আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সাইদুল ইসলাম কালু, নওগাঁ সদর উপজেলা তিলকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শাকিল সরদার, নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এস. এম. লিটন।
শোকজপ্রাপ্তরা হলেন- নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, মো. চাঁন মুন চাঁন, রাণীনগর উপজেলা পারইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. জাহিদুর রহমান জাহিদ। প্রেস বিজ্ঞপ্তি আরোও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,
নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ.কে.এম রওশন উল ইসলাম ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ করেছেন বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা।
নওগাঁ জেলা যুবদলের আওতাধীন সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
নওগাঁ #