মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় উদ্যোগে নগরীর ট্রিপল ট্রি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের চতুর্থ তলায় কনফারেন্স মিলানায়তনে এক গণশুনানির আয়োজন করা হয়।
উক্ত গন শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএফএম এহতেশামুল হক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয়, ঢাকা-এর পরিচালক মোঃ আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
এ গণশুনানিতে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টেকহোল্ডার, লাইসেন্সধারী প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা,সাংবাদিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
গণশুনানিতে অংশগ্রহণকারীরা মাদক নিয়ন্ত্রণে করণীয়, সামাজিক সচেতনতা, লাইসেন্স সংক্রান্ত জটিলতা এবং বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনা শেষে অতিথিরা মাদক নির্মূলে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান শেষ হয়।