চুয়াডাঙ্গায় সেনা-পুলিশ যৌথ অভিযানে দেশীয় পিস্তল ও মদ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে এক নারীকে। চুয়াডাঙ্গা ক্যাম্প সেনা সূত্রে জানা গেছে , বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে ছয়ঘরিয়া গ্রামের মাঝেরপাড়ার জাইরুল ইসলাম জাহিদুলের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে সেনা ও পুলিশের সদস্যরা। এসময় তার বাড়ির গোয়ালঘর থেকে একটি দেশীয় পিস্তল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তবে জাহিদুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র ও মোটরসাইকেল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মুক্তিপাড়ায় আরেকটি অভিযানে মাদক উদ্ধার করা হয়। রাত ১০টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন তোফাজ্জল হোসেন। এ সময় সেনা-পুলিশের যৌথ দল শ্রীমতি আনন্দী রানী (৩০) ও তার স্বামী বিশ্বজিৎ সরদারের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে কেরু অ্যান্ড কোম্পানির ১০ বোতল (লিটার) মদ এবং ২০ লিটার দেশীয় মদ ভর্তি বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় আনন্দী রানীকে আটক করে জব্দকৃত মদ সহ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। তারা সাধারণ মানুষকে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন।