Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মধুপুরে ইয়াবাসেবীকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন মোবাইল কোর্ট।

আঃ হামিদ( মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ-
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের চাকন্ড এলাকার এক ইয়াবাসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে, ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর) উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের চাকন্ড এলাকার আব্দুস সামাদ এর ছেলে মাদকাসক্ত ইয়াবাসেবী রবিউলকে (২৮) আটক করা হয়। মাদকাসক্ত রবিউল ইয়াবা সেবন করে পরিবারের সদস্যদের ওপর মারমুখী আচরণ করছিল।
সন্তানের অত্যাচারে ত্যক্তবিরক্ত বাবা-মার অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত রবিউলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনাকালে প্রসিকিউশন প্রদান করেন মধুপুর থানার উপ পরিদর্শক মোহাম্মদ হেলাল উদ্দিন।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ও মোবাইল কোর্ট আরও জোড়দার করা হবে। মোবাইল কোর্ট পরিচালনার সময় সহায়তা করেন মধুপুর থানা পুলিশ।