Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মহাদেবপুর ডাকবাংলা মাঠে ঐতিহ্যবাহী নৃগোষ্ঠী আদিবাসীদের কারাম উৎসব পালিত।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ-
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মহাদেবপুরে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী কারাম উৎসব পালন করা হয়। উপজেলার ডাকবাংলো মাঠে বাহারী সাজ আর মাদলের তালে তালে আদিবাসী নারীদের নাচের ঝংকারে মুখরিত হয়ে উঠেছিল ঐতিহ্যবাহী ডাকবাংলো মাঠ।

জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ও বক্তব্য রাখেন ভারতীয় হাই কমিশনার রাজশাহীর এ্যাসিসটেন্ট হাই কমিশনার মনোজ কুমার।

জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান ও দপ্তর সম্পাদক নকূল পাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার উপ পরিচালক এস এম শমীম আকতার, মানবাধিকার কর্মী নিরুপা দেওয়ান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর এর পরিচালক মানিক সরেন, রুমিয়া প্রফেশনাল ট্রেনিং নার্সিং ইন্সটিটিউট নওগাঁর ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মার্টিন মুর্মু, নাটোর জেলা সভাপতি রঘুনাথ লাকড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর শাখার সাধারণ সম্পদক মা,আরিফুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্ট নওগাঁর এরিয়া কো-অর্ডিনেটর আছির উদ্দীন, নওগাঁ জেলা এনসিপির সদস্য আমিনুল হক, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান প্রমুখ। বক্তাগণ আদিবাসীদের নিজেস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার দাবি জানান।

এ কারাম উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে ৯৫টি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নওগাঁ #