Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা।

এম জালাল উদ্দীন:পাইকগাছা প্রতিনিধি:-
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের প্রাণকেন্দ্র জিরোপয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজারে অবস্থিত মিষ্টি ও ফলের দোকানগুলোতে তদারকি কার্যক্রম পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, অনেক দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। কোথাও মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি, আবার কোথাও মেয়াদোত্তীর্ণ খাবার রেখে বিক্রি করা হচ্ছিল। এসব অপরাধে মিষ্টি ব্যবসায়ী কনক কুমার ঘোষকে ৩ হাজার টাকা, ফল ব্যবসায়ী শাহদাৎ হোসেনকে ৩ হাজার টাকা এবং আরিফুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মাহেরা নাজনীন এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ভোক্তার স্বাস্থ্য ও অধিকার রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি করার পাশাপাশি মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেন।

অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মণ্ডল এবং পেশকার তুহিন বিশ্বাস উপস্থিত ছিলেন।

স্থানীয় ভোক্তারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযানের মাধ্যমে নকল ও ভেজাল প্রতিরোধ করা সম্ভব হলে সাধারণ মানুষ নিরাপদ খাবার পাবে।