Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মধুপুরে মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ডাদেশ।

মোঃ আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:-
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক মাদক  ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার( ১৮ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজার এলাকার এক মাদক ব্যবসায়ীকে ১৮০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে তাকে ০১ বছর কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালত  পরিচালনা করে আসামীকে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (মাদক) মোতাবেক মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন মধুপুর  উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ  মেজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।  উক্ত সময়  উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা  জনসম্মুখে পুড়ে ধ্বংস করেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী টিম।  ভ্রাম্যমান আদালত পরিচালনায়  সহযোগিতা করেন  মধুপুর থানা পুলিশ।

এ সময়  উপজেলা সহকারী  কমিশনার (ভুমি) ও  এক্সিকিউটিভ  মেজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে ও মোবাইল কোর্ট জোড়দার করা হবে।