Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনার পূর্বধলায় রুবেল মিয়ার স্মরণে মিনি ফুটবল টুর্নামেন্ট।

সাগর আহমেদ জজ,, (নেত্রকোনা) প্রতিনিধি:-
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার পূর্বধলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে উদয়ন স্পোর্টিং ক্লাবের সহ-সাধারণ সম্পাদক রুবেল মিয়ার স্মৃতিতে “মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫”। খেলাধুলা ও যুবসমাজকে সংগঠিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
তবে টুর্নামেন্ট শুরুর কিছু দিন পরই বৃষ্টিতে মাঠে পানি জমে তা খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। এ পরিস্থিতিতে উদয়ন স্পোর্টিং ক্লাব নিজস্ব অর্থায়নে মাঠ সংস্কারের উদ্যোগ নেয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শক্রমে মাঠে বালু ও মাটি ফেলে তা খেলার উপযোগী করে তোলা হয়।
ক্লাবের নেতৃবৃন্দ জানান, রুবেল মিয়া ছিলেন সাদাসিধে ও সহজ-সরল মানুষ। তার স্মরণে আয়োজিত এ টুর্নামেন্ট কেবল একটি খেলা নয়—এটি স্থানীয় যুবকদের ঐক্যবদ্ধ করার একটি মঞ্চ। মাঠ ভরাট ও উন্নয়নের এ উদ্যোগ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোরও অংশ।
স্থানীয়রা জানান, মাঠ উন্নয়নের এ কাজের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে। শুধু টুর্নামেন্টই নয়, ভবিষ্যতে এ মাঠকে ঘিরে শিক্ষার্থীরা নানা সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমেও অংশ নিতে পারবে।