নেত্রকোনার পূর্বধলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে উদয়ন স্পোর্টিং ক্লাবের সহ-সাধারণ সম্পাদক রুবেল মিয়ার স্মৃতিতে “মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫”। খেলাধুলা ও যুবসমাজকে সংগঠিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
তবে টুর্নামেন্ট শুরুর কিছু দিন পরই বৃষ্টিতে মাঠে পানি জমে তা খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। এ পরিস্থিতিতে উদয়ন স্পোর্টিং ক্লাব নিজস্ব অর্থায়নে মাঠ সংস্কারের উদ্যোগ নেয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শক্রমে মাঠে বালু ও মাটি ফেলে তা খেলার উপযোগী করে তোলা হয়।
ক্লাবের নেতৃবৃন্দ জানান, রুবেল মিয়া ছিলেন সাদাসিধে ও সহজ-সরল মানুষ। তার স্মরণে আয়োজিত এ টুর্নামেন্ট কেবল একটি খেলা নয়—এটি স্থানীয় যুবকদের ঐক্যবদ্ধ করার একটি মঞ্চ। মাঠ ভরাট ও উন্নয়নের এ উদ্যোগ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোরও অংশ।
স্থানীয়রা জানান, মাঠ উন্নয়নের এ কাজের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে। শুধু টুর্নামেন্টই নয়, ভবিষ্যতে এ মাঠকে ঘিরে শিক্ষার্থীরা নানা সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমেও অংশ নিতে পারবে।