Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জীবননগরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা।

স্টাফ রিপোর্টার আকিমুল ইসলাম:-
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গার জীবননগরে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন।


সভাপতির বক্তব্যে ইউএনও পূজা উপলক্ষে সরকারি নির্দেশনা সকলের সামনে উপস্থাপন করেন। পরে তিনি সকলের সমস্যা এবং পরামর্শ শোনেন। এসময় তিনি সকল মন্দিরে সিসি ক্যামেরা সচল রাখার, স্বেচ্ছাসেবকদের তালিকা, মন্দির ইউএনও, ওসি ও মন্দির কমিটির সভাপতি-সেক্রেটারির নম্বর দূশ্যমান জায়গায় টাঙানো, বিদ্যুৎ সংযোগ সঠিক ভানে স্থাপনসহ বিভিন্ন নির্দেশনা দেন।
ইউএনও বলেন, পূজার সময় মন্দির সব সময় যেন মানুষজন থাকে সেটি নিশ্চিত করতে হবে। পূজার আগে
আমারা প্রতিটি মন্দিরে যাব। আমরা আপনাদের জন্য শত ভাগ কাজ করব। আপনারা আমাদের সহযোগিতা করবেন।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহা. নূর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা আনসারের প্রতিনিধি মনির, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.তাজুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইব্রাহিম খলিল, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাফ্ফর রহমান প্রমুখ।
এছাড়া জীবননগর উপজেলা কমিটির আহ্বায়ক শ্রী জীবন চন্দ্র সেন, সদস্যসচিব শ্রী প্রশান্ত কুমার দাসসহ জীবননগরের ২৫টি মন্দির কমিটির সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।