চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জামায়াতের ইসলামীর পক্ষ হতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেডিকে ইউনিয়নের খয়েরহুদা, কাশিপুর এবং আন্দুলবাড়িয়া ইউনিয়নে গণসংযোগ করা হয় ।
এছাড়াও বাঁকা ইউনিয়নের মিনাজপুর গ্রামে গোরস্থান ,মসজিদ সহ বিভিন্ন স্থানে টিউবয়েল বিতরণ করা হয়। আর এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা ২ আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট রুহুল আমিন।
গতকাল রবিবার (২৪ আগস্ট) বিকালে এই গণসংযোগ কর্মসূচি ও টিউবল বিতরণ করা হয়।
এ সময় জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা ২ আসনের এমপি প্রার্থী রুহুল আমিন সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আমরা বিজয়ী হয় তাহলে সমাজে ইসলামের বিধি অনুযায়ী সকল ধরনের সরকারি সুযোগ-সুবিধা ইনসাফ মতন বিতরণ করব। বিশেষ করে যার যেটা প্রাপ্য সেই অনুযায়ী সকলের মধ্যে সুষম বন্টন করা হবে।
এ সময় তিনি খয়েরহুদা,কাশিপুর দেহাটি, আন্দোলবাড়িয়া সহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদেরকে নিয়ে গণসংযোগ সহ সাধারণ ভোটারদের কাছে যেয়ে তাদের খোঁজখবর নেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক খলিলুর রহমান, মাওলানা ইসরাইল হোসেন জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান , ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ জেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি মহসিন, উপজেলা আমীর মাওলানা সাজিদুর রহমান সেক্রেটারি মাহফুজুর রহমান, মাওলানা আবু বকর, বিল্লাল হোসাইন, ফিরোজ আহমেদ,হাজী আব্দুর রহমান মাস্টার কে ডি কে ইউনিয়নের আমেজ আব্দুর রহমান সহ প্রমুখ।