Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজের জামা খুলে ড্রেন পরিষ্কার করলেন মশিউর রহমান যাদু।

admin
আগস্ট ২১, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

 

স্টাফ রিপোর্টারঃ-

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফকিরহাট ও চিতলমারী উপজেলায় ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান যাদুর নেতৃত্বে রবিবার (২০ আগস্ট) সকাল থেকে শুরু হয় এই কর্মসূচি।

দিনব্যাপী আয়োজনে সকাল ১০টায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিকাল ৩টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে আন্দোলন সংগ্রামে বিএনপি যে সকল নেতাকর্মীরা নিহত হয়েছেন তাদের স্মরণে কৃষ্ণচূড়া গাছসহ বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করা হয়।

শত শত নেতাকর্মীর অংশগ্রহণে দুই উপজেলার বিভিন্ন রাস্তা ও ড্রেন পরিষ্কার করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, গায়ের জামা খুলে খালি গায়ে থেকে নিজেই পরিচ্ছন্নতা কাজের নেতৃত্ব দেন মশিউর রহমান যাদু। এ উদ্যোগে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

দুই উপজেলায় মশিউর রহমান যাদুর সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ শফিকুর রহমান নোবেল বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সৌদি, যুগ্ম আহবায়ক রায়হান নোবেল হৃদয়,
ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মইনুদ্দিন মেরু, সদস্য সচিব ইকবাল হোসেন, চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নেয়ামত আল্লাহ, সদস্য সচিব কাশিনাথ বৈরাগী
সহ ফকিরহাট – চিতলমারী উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

প্রোগ্রাম শেষে কেন্দ্রীয় নেতা মশিউর রহমান যাদু বলেন-
দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী আমরা জনগণের পাশে থেকে তারেক রহমানের কথা রাখতে এই পরিচ্ছন্নতা কাজ ড্রেন পরিষ্কার, বৃক্ষ রোপন, ডাস্টবিন নির্মান করেছি এবং এই কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ।

গতানুগতিক ধারার রাজনীতি নয়, নতুন ধারার রাজনীতি ও টেকসই গনতন্ত্রের জন্য তৃণমূলে থেকে গণমানুষের সাথে একতাবদ্ধ হয়ে সমাজ উন্নয়নের কাজ করে যেতে চান বলে তিনি বক্তব্যে বলেন।